শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ - প্রভাবশালীদের নির্দেশেই সব করেছি, ইডিকে জানালেন ধৃত তৃণমূল নেতা

কয়েক জন প্রভাবশালীর নির্দেশে সমস্ত কাজ করেছেন বলে জেরায় স্বীকার করেছেন শান্তনু। কুন্তলও তারই নির্দেশে কাজ করতেন বলে জানিয়েছেন তিনি। যদিও দুদিন আগেই কুন্তলকে নিয়োগকাণ্ডের মাস্টারমাইন্ড বলেছিলেন তিনি।
শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ - প্রভাবশালীদের নির্দেশেই সব করেছি, ইডিকে জানালেন ধৃত তৃণমূল নেতা
গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। ইডি সূত্রে খবর, শান্তনু, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা রয়েছে বলে জানা গেছে।

ইডি সূত্রে আরও খবর, কয়েক জন প্রভাবশালীর নির্দেশে সমস্ত কাজ করেছেন বলে জেরায় স্বীকার করেছেন শান্তনু। ধৃত আর এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও তারই নির্দেশে কাজ করতেন বলে দাবি করেছেন তিনি। যদিও দুদিন আগেই সংবাদমাধ্যমের সামনে এই কুন্তলকেই নিয়োগকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন শান্তনু।

একদিন আগে জানা গিয়েছিল, কুন্তল ঘোষ বিভিন্ন সময়ে প্রায় ১ কোটি টাকা নগদ শান্তনু বন্দ্য়োপাধ্যায়কে ধার দিয়েছিলেন। সেই টাকার খোঁজেই, শান্তনু, তাঁর স্ত্রী ও তাঁদের সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করার অর্থ হল, অনির্দিষ্ট কালের জন্য এই অ্যাকাউন্টগুলির লেনদেন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া।

‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা রয়েছে। এই টাকা কোথা থেকে এল, কবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি শান্তনু বর্ণিত ‘প্রভাবশালী’দাবি কতটা সত্য এবং তাঁরা কারা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

গত ১০ মার্চ শান্তনু বন্দ্য়োপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এখনও অবধি এই যুব তৃণমূল নেতার ১০টি সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্য়ে রয়েছে হুগলির বলাগড়ে বিলাসবহুল তিনতলা বাড়্ত; বলাগড়ে আসাম রোডের ধারে অত্যাধুনিক লাউঞ্জ, হুক্কাবার সহ একটি বিলাসবহুল ধাবা; ইচ্ছেডানা নামের একটি গেস্ট হাউস। হুগলির চন্দননগরেও শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের একটি ১৮০০ বর্গফুটের ফ্ল্য়াট রয়েছে।

শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ - প্রভাবশালীদের নির্দেশেই সব করেছি, ইডিকে জানালেন ধৃত তৃণমূল নেতা
মমতা ব্যানার্জিকে ডি.লিট দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা কর ছাড়!
শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ - প্রভাবশালীদের নির্দেশেই সব করেছি, ইডিকে জানালেন ধৃত তৃণমূল নেতা
হাওয়া বদল! প্রায় ১৬ বছর পর নন্দীগ্রামে ‘গণশক্তি’র বোর্ড লাগালো সিপিআই(এম)

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in