

‘চাই ক্লাসঘর, চাই শিক্ষার অধিকার, চাই সব্বার দেশ মিলেমিশে বাঁচবার’। করোনা মহামারীর আবহে যখন স্কুল কলেজ পড়াশুনা দীর্ঘদিন ধরে প্রায় বন্ধ, সেই সময় এই শ্লোগান নিয়েই ৩৭তম রাজ্য সম্মেলনের পথে যাত্রা শুরু করলো এসএফআই, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এদিনই সংগঠনের ৩৭তম রাজ্য সম্মেলনের লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রখ্যাত ইতিহাসবিদ ডঃ ইরফান হাবিব।
গত ১৯ আগস্ট নদীয়ার নবদ্বীপে এক সভার মাধ্যমে গঠিত হয়েছে ৩৭ তম রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটি। যে সভায় উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, সুমিত দে, সুমিত বিশ্বাস, প্রতীক উর রহমান সহ বাম নেতৃত্ব। অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত হন ডঃ অলোক ব্যানার্জি এবং সম্পাদক নির্বাচিত হন সুমিত বিশ্বাস। পৃষ্ঠপোষক হিসেবে আছেন সুমিত দে, অলকেশ দাস, রমা বিশ্বাস ও মেঘলাল শেখ।
আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর নদীয়ার নবদ্বীপে (শ্যামল চক্রবর্তী – সুদর্শন রায়চৌধুরী – নিরুপম সেন নগর) অনুষ্ঠিত হবে ৩৭ তম রাজ্য সম্মেলন। এবারের সম্মেলন মঞ্চের নাম দেওয়া হয়েছে শহিদ মইদুল মিদ্যার নামে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন