
"বিধানসভায় যতই চিৎকার করুন না কেন, ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক!" সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিয়ে এমনই দাবি করলেন সঙ্ঘমিত্রা চৌধুরী, যিনি দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী।
১৫ আগস্ট বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সঙ্ঘমিত্রা চৌধুরী। এরপর শনিবার হাজরা মোড়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশীষ কুমার। সেই অনুষ্ঠানে নিজের প্রাক্তন এবং বর্তমান দল প্রসঙ্গে সঙ্ঘমিত্রা জানান, "যেহেতু বিরোধী, তাই আমরা একে অপরের বিরোধিতা করি। কিন্তু দুটোই (বিজেপি, তৃণমূল) ডানপন্থী দল"।
তাঁর দাবি, "মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একদিন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই নেত্রী হয়েছিলেন।" তিনি জানান, "বিজেপিতে থাকাকালীন আমি কোনদিনও কোনও বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ কথা বলিনি। কারণ আমি তাঁকে সম্মান করি। আমরা বিধানসভায় যতই চিৎকার করি না কেন, ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার কিন্তু সম্পর্ক ভাল"। সদ্য দলবদল করা নেত্রীর এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, "সেই তৃণমূল এক হলে আমি কি সেই তৃণমূল ছাড়তাম! বিজেপি কোন ব্যক্তিনির্ভর দল নয়"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন