RG Kar: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের, চার্জশিট দিতে পারলো না সিবিআই

People's Reporter: আগস্ট মাসে আরজি কর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের মামলায় এঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। একই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলাও ছিল।
সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষফাইল ছবি, সংগৃহীত
Published on

আর জি কর মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গেই জামিন হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ২০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই ঘটনার এখনও পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার তাঁদের জামিন মঞ্জুর হয়।

গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় এঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। একই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলাও ছিল। তাই এদিন আর জি কর মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সন্দীপ ঘোষ। যদিও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকায় তাঁর মুক্তি হবে।

৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর তোলপাড় হয় রাজ্য। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলান্টিয়ারকে। এরপর প্রমাণ লোপাটের অভিযোগে ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। পরে সিবিআই হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।

এদিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পরে প্রশ্ন উঠেছে কেন নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই। তাঁদের গ্রেফতারির ৯০ দিনের মাথায় এদিন আদালতে সিবিআই জানায় আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না। এরপরেই জামিন হয় সন্দীপ ঘোষ এবং অভিজত মণ্ডলের।

সন্দীপ ঘোষ
Sandip Ghosh: আর ডাক্তার নন সন্দীপ ঘোষ, রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল
সন্দীপ ঘোষ
Kunal Ghosh: মহিলাদের রাত দখল কর্মসূচীকে 'নাটক' কটাক্ষ, ধারাবাহিক পোস্টে লাগাতার আক্রমণ কুণাল ঘোষের
সন্দীপ ঘোষ
R G Kar Case: টালা থানার প্রাক্তন ওসির বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা কলকাতা পুলিশের আধিকারিকদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in