
আর জি কর মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গেই জামিন হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। ২০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই ঘটনার এখনও পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার তাঁদের জামিন মঞ্জুর হয়।
গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় এঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। একই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলাও ছিল। তাই এদিন আর জি কর মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সন্দীপ ঘোষ। যদিও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকায় তাঁর মুক্তি হবে।
৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর তোলপাড় হয় রাজ্য। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলান্টিয়ারকে। এরপর প্রমাণ লোপাটের অভিযোগে ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। পরে সিবিআই হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
এদিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পরে প্রশ্ন উঠেছে কেন নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই। তাঁদের গ্রেফতারির ৯০ দিনের মাথায় এদিন আদালতে সিবিআই জানায় আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না। এরপরেই জামিন হয় সন্দীপ ঘোষ এবং অভিজত মণ্ডলের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন