আগামীকালও বৃষ্টি চলবে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

মৌসুমী অক্ষরেখা নিজের অবস্থান থেকে সামান্য দক্ষিণে নেমে আসার কারণেই বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়নিজস্ব চিত্র

মৌসুমী অক্ষরেখা নিজের অবস্থান থেকে সামান্য দক্ষিণে নেমে আসার কারণেই বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও উত্তর-দক্ষিণ নিম্ন অক্ষরেখা ও উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্তর ফলে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃষ্টিপাত চলবে, তবে তীব্রতা কমবে। শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমতে থাকবে। আগামী ৯ তারিখ থেকে অনেকটাই কমে যাবে।

আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা পূর্ব মেদিনীপুর বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in