
ঘুড়িতে চিনা মাঞ্জার ব্যবহার রুখতে তৎপর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশের হানা ঘুড়ি ব্যবসায়ীদের দোকানে। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই কলকাতার আকাশ ঢাকে রঙিন ঘুড়িতে। তবে সেই ঘুড়ির সুতোর মাঞ্জায় অনেক সময়েই দুর্ঘটনার শিকার হতে হয় বাইক চালকদের। এবার সেই দুর্ঘটনা রুখতে শুরু পুলিশের অভিযান।
বিধাননগর দক্ষিণ থানা লাগোয়া উল্টোডাঙা থেকে সায়েন্সসিটি গামী বাইপাস। সেই বাইপাসের উপর বাইক আরোহীদের বিপদ রুখতে আশপাশের এলাকায় চিনা মাঞ্জার খোঁজে বিধাননগর দক্ষিণ থানার অভিযান। বিশ্বকর্মা পুজোয় যাতে চিনা মাঞ্জার অবৈধ ব্যবহারে হ্রাস টানা যায় তার জন্যে আজ সল্টলেকের বেশ কিছু জায়গায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
সুকান্তনগর, দত্তাবাদ সহ একাধিক জায়গার ঘুড়ি ব্যবসায়ীদের চিনা মাঞ্জা বিক্রির ক্ষেত্রে হ্রাস টানতে আজ বিভিন্ন দোকান গুলিতে ঘুরে দেখে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পাশাপাশি সতর্ক করা হয় ব্যবসায়ীদের। আগামীকাল যাতে চিনা মাঞ্জা ব্যবহার না হয় তাই দিনভর টহলদারি এবং নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন