
মিন্টো পার্কে SFI-এর মিছিলের উপর বেধড়ক লাঠিচার্জ করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। SSC দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করছিলেন তাঁরা। পুলিশের লাঠির আঘাতে SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই অবস্থায় তাঁদের গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
SSC দুর্নীতিতে রাজ্যের দুই তাবড় নেতার নাম জড়িয়েছে। দুজনকেই সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসএসসি-তে স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং অভিযুক্ত দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবিতে আজ সন্ধ্যায় মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিআইএমের ছাত্র সংগঠন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল - 'চোর ধরো, জেলে ভরো'। মিন্টো পার্ক থেকে মিছিল শুরু হতেই তা আটকায় পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় এসএফআই সদস্যদের। সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে, আতিফ নিসার-সহ একাধিক ছাত্রনেতা আহত হয়েছেন। SFI সদস্যদের অভিযোগ বিনা প্ররোচনায় পুলিশ তাঁদের উপর হামলা চালিয়েছে।
পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, "চোর ধরো জেলে ভরোর দাবি তুলেছিলাম। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদের গ্রেফতারের দাবি তুলেছিলাম। তাঁদের ধরতে না পেরে আমাদের ধরে নিয়ে যাচ্ছে।"
এর প্রতিবাদে সন্ধে সাড়ে সাতটার সময় শিয়ালদহ স্টেশন চত্বরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন