
কসবায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দফতরে গেলেন না প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিও ছিঁড়ে ফেললেন তিনি। বুধবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার জন্য তৃণমূল সরকারকেই দোষ দিলেন তিনি। তাঁর কথায়, “সরকারের সদিচ্ছার অভাবেই এই বৈঠক বানচাল হয়ে গেল। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন দায়ী”।
চাকরিহারাদের নিয়ে মঙ্গলের পর বুধবারও এসএসসি দফতরে গিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ। সেখানে গিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, “আজকের কথাবার্তার মধ্য দিয়ে আমাদের ধারণা হয়েছে যে, এসএসসি চাইলে ওএমআরের মিরর ইমেজ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে”। তিনি জানিয়েছেন, মিরর ইমেজ প্রকাশ করার জন্য দু’দিন সময় দিয়েছে এসএসসিকে। শুক্রবারের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে শনিবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
অন্যদিকে, বুধবার এসএসসি দফতর থেকে বেরিয়ে বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিও ব্রাত্য বসুর হাতে তুলে দেওয়ার কথা ছিল অভিজিতের। কিন্তু কসবায় চাকরিহারাদের উপর পুলিশি 'হামলা'র প্রতিবাদে সেই চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। তিনি জানিয়ে দেন, এর প্রতিবাদে বিকাশ ভবন যাবেন না তিনি।
এই ঘটনায় অভিজিৎকে পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘উনি নিজেই আমার কাছে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু পরে জানিয়েছেন, তিনি আসবেন না। কসবার ঘটনার প্রতিবাদে আসেননি, এটা কোনও যুক্তি হতে পারে না। শিক্ষা দফতর পুলিশ-প্রশাসনের সঙ্গে কোনও ভাবে যুক্ত নয়। তা ছাড়া, এখানে এলেন না, কিন্তু এসএসসি দফতরে গেলেন? ওটাও তো সরকারি অফিস!’’
বিজেপি সাংসদকে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘উনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চাওয়ায় দলীয় রাজনীতিতে কোনও প্রতিবন্ধকতা তৈরি হল কি না, দল ওঁকে বারণ করল কি না, সে সব উনিই বলতে পারবেন”।
অভিজিৎকে আক্রমণ করতে পুরনো একটি পল্লিগানও উদ্ধৃত করেছেন ব্রাত্য। তিনি বলেন, ‘‘আমার একটি কবিতা মনে পড়ছে— তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো! ওঁর বিষয়টা খানিকটা সেরকম।’’
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসতে পারে রাজ্য। এসএসসি চেয়ারম্যান, বিভাগীয় সচিব থেকে শুরু করে শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরাও সেই বৈঠকে থাকবেন। শুক্র কিংবা শনিবার ওই বৈঠকের দিন স্থির করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন