

আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন। তার আগে সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়ের করেছেন স্বপন বেরা নামক এক ব্যক্তি, যিনি ওই সমবায় ব্যাঙ্কের সদস্য।
মামলাকারী স্বপনের আশঙ্কা, আগামী শনিবারের নির্বাচনে শাসকদল সমর্থিত প্রার্থীরা অশান্তি সৃষ্টি করতে পারেন। সেই অশান্তি এড়াতেই নির্বাচনের আগে আগাম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
তবে সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন এই প্রথম নয়। এর আগে গত বছর ১৫ ডিসেম্বরে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এমনকি কারচুপি এড়াতে ভোট কেন্দ্রে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরাও। সেই নির্বাচনে মোট ১০৮ টি আসনের মধ্যে শাসক দল সমর্থিত প্রার্থীরা জিতেছিলেন ১০১ টি আসন।
তবে সেবার নির্বাচনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মোট পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে রাখা হয়েছিল আধাসেনা। এছাড়া ১৪ টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩০০ টি সিসিটিভি ক্যামেরা ছিল নজরদারির জন্য। এছাড়া ২০০ মিটার এলাকাজুড়ে ছিল ১৪৪ ধারা জারি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য ৬০ থেকে ৮০ জন পুলিশকর্মী মোতায়েন ছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন