এই প্রথমবার কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ৯০ টাকা

বাণিজ্যনগরীতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১৯ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ২ পয়সা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

মুম্বইতে পেট্রোলের দাম আগেই ৯০ টাকা ছাড়িয়েছিল। এই প্রথম কলকাতায় পেট্রোলের দাম ৯০ ছাড়ালো এবং মুম্বইতে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছল। নতুন বছরের ৬ জানুয়ারি থেকে দেশে জ্বালানী তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। টানা ৬ দিন কলকাতা ও অন্যান্য মেট্রো শহরে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ২৮ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩২ পয়সা বেড়েছে। ফলে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯০ টাকা ১ পয়সা এবং ডিজেলের দাম ৮২ টাকা ৬৫ পয়সা। শনিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮৯ টাকা ৭৩ পয়সা ও ৮২ টাকা ৩৩ পয়সা।

যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটছে, হয়তো তাতে কলকাতার দামও মুম্বইকে ছুঁয়ে ফেলবে। বাণিজ্যনগরীতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১৯ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ২ পয়সা। রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৮ টাকা ৭৩ পয়সা ও ডিজেলের দাম ৭৯ টাকা ৬ পয়সা।

চেন্নাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৪ টাকা ১৬ পয়সা এবং পেট্রোলের দাম ৯০ টাকা ৯৬ পয়সা।

মূল‍্যবৃদ্ধির পর দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৮৮ টাকা ৭৩ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৭৯ টাকা ৬ পয়সা।

ইতিমধ্যে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনাও খারিজ করেছে। এবার পেট্রোলের দাম কোথায় পৌঁছবে তাই চিন্তা করছে আমজনতা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in