
নিয়োগ দুর্নীতিতে অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। গত ১৫ সেপ্টেম্বরে শুনানি শেষ হয়েছিল। শুক্রবার মামলার রায় ঘোষণা করলেন।
তবে জামিন পেলেও পুজোর আগে জেল থেকে মুক্তি মিলছে না পার্থর। সুপ্রিম কোর্টের একটি নির্দেশে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে পার্থের একটি মামলার শুনানি শেষ হয়। শীর্ষ আদালত জানিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতকে আগে চার্জ গঠন করতে হবে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে হবে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পার্থকে কারাগারেই থাকতে হবে।
তবে হাইকোর্ট জামিন সাপেক্ষে বেশ কয়েকটি শর্তও দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পার্থকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া তিনি শহরের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি, কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। যদিও বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন।
২০২২ সালে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডি প্রথম গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ, সোনাদানা এবং বিপুল সম্পত্তির হদিশ মেলে। পরে গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাতেও তাঁর নাম জড়ায়। ইডি ও সিবিআই— দুই সংস্থাই তাঁকে একাধিকবার গ্রেফতার করে।
যদিও ধাপে ধাপে ইডি ও সিবিআইয়ের বেশ কয়েকটি মামলায় জামিন পেয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি আলিপুরের বিশেষ সিবিআই আদালত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে। প্রাথমিকের মামলাটিই ছিল শেষ। এই মামলায়ও হাই কোর্টের রায়ে জামিন মিলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত জামিনে মুক্ত। এমনকি পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ায় অভিযুক্তদের তালিকা থেকে বাদ পড়েছেন। আইনজীবীরা বারবার যুক্তি দেখিয়েছিলেন, শারীরিকভাবে অসুস্থ পার্থকে জেলে রেখে কোনও লাভ নেই। যদিও সিবিআইয়ের দাবি ছিল, তিনি দুর্নীতির মূল চক্রের অন্যতম মাথা এবং মুক্ত হলে তদন্তে প্রভাব ফেলতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন