

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ করছে বামেরা। উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব। বুধবার সকালে বিচারের দাবিতে ফের সুর চড়ালেন মীনাক্ষী মুখার্জি।
তিলোত্তমার বিচারের দাবিতে মঙ্গলবার রাজাবাজার থেকে আরজি কর পর্যন্ত মহামিছিলের আয়োজন করলেও শেষ পর্যন্ত মিছিল শ্যামবাজারেই আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে বামেরা। সেই অবস্থান এখনও চলছে।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর ২৭ দিন কেটে গিয়েছে। এখনও তদন্তের সেভাবে কোনও অগ্রগতি নজরে পড়েনি। এই প্রসঙ্গে বুধবার মীনাক্ষী মুখার্জি এক সংবাদমাধ্যমে বলেন, "বিচার হচ্ছে না বলা ভুল। বিচার করছে না বলুন। একটা আধিপত্যবাদ স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিতে জর্জরিত করা হয়েছে। তার বিরুদ্ধে যখন গোটা রাজ্যের মানুষ লড়াই করছে, সেটা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতদিন ধরে বিচার পাওয়া যাচ্ছে না। ফলে আমাকে, আমাদেরকে, গোটা রাজ্যের মানুষকে লড়াই করতে হবে।"
পাশাপাশি বুধবার ফের রাত দখলের কর্মসূচি পালন হবে রাজ্যের শতাধিক স্থানে। চিকিৎসক ফোরামের ডাকা এই কর্মসূচিতে যোগ দিতে পারেন নির্যাতিতার মা ও বাবা। সেই প্রসঙ্গে ডিওয়াআইএফআই রাজ্য সম্পাদক বলেন, গোটা রাজ্যের মানুষকে পথে নামার পরে এখন নির্যাতিতার মা-বাবাকেও পথে নামতে হচ্ছে বিচারের দাবিতে। আমরা গোটা রাজ্যবাসী ওনাদের কাছে লজ্জিত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন