

শুধু নির্বাচনী আসন সমঝোতা নয়। নির্বাচন মিটে যাবার পর এবার কোভিড সচেতনতা প্রচারে যৌথ ভাবে রাস্তায় নামতে চলেছে সংযুক্ত মোর্চা। বুধবার সংযুক্ত মোর্চার পক্ষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একথা জানিয়েছেন।
এদিন বিমান বসু জানান - কোভিড পরিস্থিতি বিপজ্জনক আকার নেওয়ায় রাজ্যে জনস্বাস্থ্য কর্মসূচী নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত মোর্চা। আগামী ১ মে কলকাতা সহ সারা রাজ্যে বিকেন্দ্রীকৃতভাবে কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচী পালন করা হবে।
তিনি আরও জানান, ১ মে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলায় জেলায় কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচী পালিত হবে। জনগণকে সাহায্যের জন্য জেলায় জেলায় হেল্প লাইন চালুর উদ্যোগও নেওয়া হবে।
বুধবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৭,২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭৭ জনের। রাজ্যে এদিন অ্যাক্টিভ কেস বেড়েছে ৫,১৯৭। রাজ্যে এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,০৫,৮১২।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন