
জ্বালানি তেল সংকটের আতঙ্কে শনিবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পগুলিতে তেল কেনার লম্বা লাইন গ্রাহকদের। তাঁদের দাবি কবে ট্যাঙ্কার ধর্মঘট উঠবে তার ঠিক নেই। তাই জরুরী পরিষেবা অব্যাহত রাখতে তেল সঞ্চয় করে রাখছেন।
শুক্রবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় ৬টি জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে 'নো স্টক' বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পগুলিতে যা তেল সঞ্চিত আছে তা দিয়ে আজ বিকেল পর্যন্ত চালানো যাবে বলে জানা গেছে। ট্যাঙ্কার ধর্মঘট জারি থাকলে আগামীকাল থেকে কোন গ্রাহককে আর তেল দেওয়া সম্ভব হবে না। কলকাতাতেও এই ধর্মঘটের প্রভাব পড়েছে।
প্রসঙ্গত, ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত বৃহস্পতিবার থেকে ট্যাঙ্কার ধর্মঘট শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। কেবলমাত্র হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপো এই ধর্মঘট পালন করছে। আর এই ডিপো থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইন্ডিয়ান অয়েলের পেট্রলপাম্পগুলিতে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। গত দুদিন ধরে কোনঝ ট্যাঙ্কার না চলায় পেট্রল পাম্প গুলিতে জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন