কুঁদঘাটে নিকাশীর কাজ করতে গিয়ে ৪ শ্রমিকের মৃত্যু, ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার

কুঁদঘাটে নিকাশীর কাজ করতে গিয়ে ৪ শ্রমিকের মৃত্যু, ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

কয়লা খনি বা কুয়ো নয়। বৃহস্পতিবার ম্যানহোলে নিকাশিনালার কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া মালদার চার শ্রমিকের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের একলক্ষ করে দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গড়েছে পুরসভা।

বৃহস্পতিবার সকালে সুরক্ষাবিধি না মেনেই ৭ জন ঠিকা শ্রমিক নিকাশি নালা সংযুক্তকরণের কাজে নামেন। বেলা ১২টায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে আসে। প্রায় ২ ঘণ্টা পর আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, কুঁদঘাট পাম্পিং স্টেশনের কাছে কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডে ওইদিন মাটির নীচে পুরোনো নালার সঙ্গে নতুন নালা জুড়ে দেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার সময় নালাটি শুকনো থাকার কথা থাকলেও কোনও ভাবে তাতে নোংরা জল ঢুকে পড়ে। তা থেকে তৈরি গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের।

প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভার অধীনস্ত ঠিকাদাররা কতটা সুরক্ষাবিধি মেনে চলেন। ৫ লক্ষ টাকা করে দিয়ে পুরসভা দায় ঝাড়তে পারে কি?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in