
গত লোকসভা নির্বাচনের পরই ইভিএম বাতিলের পক্ষে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্য রাজনীতির একাংশ মনে করছিল যে, রাজ্য নির্বাচন কমিশন হয়তো ব্যালট পেপারে ভোট প্রক্রিয়া সম্পন্ন করবে। কিন্তু সূত্রের খবর, ইভিএমেই হবে কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোট। এম২ টাইপ ইভিএম ব্যবহার করা হবে।
সূত্রের খবর, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাই ১৯ নভেম্বরের আগে ভোটের বিজ্ঞপ্তি বেরোবে না। হিংসা পরিস্থিতিও মাথায় রাখতে হচ্ছে কমিশনকে।
রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোটের দিন স্থির করতে চিঠি দিয়েছে। ১৯ ডিসেম্বর ভোট ও ২২ ডিসেম্বর ভোটের ফলের দিন হিসেবে নির্ধারিত হয়েছে। এমনই সূত্র মারফত জানা গিয়েছে। তার ২৪/২৫ দিন আগে ১৯ নভেম্বরের পর ভোট ঘোষণা করা হতে পারে। দীপাবলির পর লিখিতভাবে রাজ্য সরকারকে সম্মতিপত্র পাঠাবে কমিশন।
এবার সব ভোট কর্মীদের ডবল ডোজ ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করার কথা ভাবছে কমিশন। পাশাপাশি বিধানসভার নির্বাচনের মতই সকাল ৭ টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন