Mukul Roy: সপুত্র ঘরে ফিরলেন মুকুল রায়

মুকুল রায় বলেন, "বিজেপিতে থাকতে না পেরে ফিরে এসেছি। নতুনদের সাথে দেখা হয়ে ভালো লাগছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ঘরের ছেলে ঘরে ফিরল। আগামী দিনে আরো অনেকে ফিরে আসার ইঙ্গিতও দিলেন তিনি।
Mukul Roy: সপুত্র ঘরে ফিরলেন মুকুল রায়
মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকছবি সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ক্রমশ স্পষ্ট হচ্ছিল সপুত্র মুকুল রায়ের 'ঘর ওয়াপসির' বিষয়টা। অবশেষে তাতে সিলমোহর পড়লো। ছেলে শুভ্রাংশু রায়কে সাথে নিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় ও শুভ্রাংশু রায় দুজনকেই দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌।

তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, "বিজেপিতে থাকতে না পেরে ফিরে এসেছি। নতুনদের সাথে দেখা হয়ে ভালো লাগছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ঘরের ছেলে ঘরে ফিরল। আগামী দিনে আরো অনেকে ফিরে আসার ইঙ্গিতও দিলেন তিনি। তবে যাঁরা 'নোংরামির সীমা ছাড়িয়েছে, তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে না' বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় একসাথেই জানিয়েছেন, কোনো সময়েই একে অপরের বিরুদ্ধে মতবিরোধ ছিল না।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই বিজেপির সাথে দূরত্ব তৈরি করছিলেন মুকুল রায়। দলের একাধিক বৈঠকে উপস্থিত হননি তিনি। ভোটের আগে থেকেই সাংগঠনিক ক্ষেত্রেও নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন। যদিও ঘর ওয়াপসির গুঞ্জন তখনও শুরু হয়নি। উত্তর কৃষ্ণনগরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সময় তৃণমূল নেতা সুব্রত বক্সীর সাথে বৈঠকের পরই রায়সাহেবের প্রত‍্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই জল্পনা আরও দৃঢ় হয় মুকুল-পত্নীর অসুস্থতার সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁকে দেখতে যাওয়ার পর।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in