

তৃণমূলে যোগ দেননি মুকুল রায়! বিজেপিতেই আছেন এখনও! এমনই আজব দাবি করলেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদনের মামলায় এই দাবি করলেন তাঁর আইনজীবী।
মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। শুক্রবার স্পিকারের ঘরে এই আবেদনের শুনানি ছিল। শুনানিতে মুকুল রায় উপস্থিত না থাকলেও তাঁর আইনজীবী এক লিখিত বিবৃতিতে জানান, 'মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন। তিনি দলবদল করেননি।'
মুকুল রায়ের এই দাবি শুনে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, তারা আইনগতভাবে স্পিকারকে চিঠি দিয়ে এর প্রতিবাদ জানাবে। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জেতেন মুকুল রায়। গত ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এরপর ১৭ জুন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলে যোগ দেওয়ার পরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়, নিয়ম অনুযায়ী যা বিরোধী দলের প্রাপ্য। এর বিরোধিতা করেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন