মহম্মদ সেলিম এবং বুদ্ধদেব ভট্টাচার্য
মহম্মদ সেলিম এবং বুদ্ধদেব ভট্টাচার্য ছবি - সংগৃহীত

Buddhadeb Bhattacharjya: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দেহদান করা হবে শুক্রবার, জানালেন সেলিম

People's Reporter: শুক্রবার সকাল ১০ টায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে আনা হবে। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা। এরপরে তাঁর ইচ্ছে অনুযায়ী দেহ দান করা হবে।
Published on

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। বৃহস্পতিবার শেষকৃত্য হবে না প্রয়াত মুখ্যমন্ত্রীর, এমনটাই জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিম জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দেহদান করে গিয়েছিলেন। তাই অন্ত্যেষ্টি হবে না।

সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই রাখা হবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের জন্য। শুক্রবার সকাল ১০ টায় তাঁর দেহ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে আনা হবে। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা। শেষযাত্রার পরে তাঁর ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। তবে সেটি এসএসকেএম না এনআরএস, তা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে।

বৃহস্পতিবার সকালে মৃত্যু খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছান মহম্মদ সেলিম, সূর্য মিশ্ররা। সেলিম বলেন, ‘‘জীবন যুদ্ধ লড়ছিলেন। চিকিৎসকেরাও চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হল না।’’ সেখানে দাঁড়িয়েই বুদ্ধদেবের শেষযাত্রা নিয়েও ঘোষণা করেন সেলিম।

তিনি বলেন, ‘‘সাড়়ে ১২টা পর্যন্ত বাড়িতেই রাখা থাকবে ওঁর দেহ। দেশের নানা প্রান্ত থেকে অনেকে শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আজ শেষযাত্রা করা সম্ভব হবে না। দিল্লি এবং উত্তরবঙ্গ থেকে যাঁরা আসবেন তাঁরা রাতেই সফর করে পৌঁছবেন। তাঁদের জন্য সংরক্ষণ করা হবে ওঁর দেহ। কাল (শুক্রবার) সকালে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে।’’

সেলিম আরও জানান, ‘‘বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে। যাঁরা দেহ সংরক্ষণ করে রাখতে পারবেন তাদেরকেই দেওয়া হবে।’’

এবিষয়ে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, "শুক্রবার সকালে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে ওঁকে। সেখানে সকলে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর শেষযাত্রা শুরু হবে বিকাল ৪ টেয়। তারপর আমরা ওঁর দেহ দান করে দেব।"

মহম্মদ সেলিম এবং বুদ্ধদেব ভট্টাচার্য
Buddhadeb Bhattacharya: শিক্ষিত বেকারদের স্বপ্ন দেখিয়েছিলেন বুদ্ধবাবু, প্রত্যাখান করেছিলেন পদ্মভূষণ
মহম্মদ সেলিম এবং বুদ্ধদেব ভট্টাচার্য
Buddhadeb Bhattacharjee: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, দল-মত নির্বিশেষে শোকজ্ঞাপন মমতা, সুকান্তদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in