Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য

People's Reporter: গত ২৯ আগষ্ট জামিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি।
মানিক ভট্টাচার্য
মানিক ভট্টাচার্য ফাইল ছবি
Published on

নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মানিকের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৯ আগষ্ট জামিন মামলার শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।

বৃহস্পতিবার জামিন দেওয়ার সময় মানিক ভট্টাচার্যকে চারটি শর্ত দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, প্রথমত, মানিককে তদন্তকারী অফিসারকে তাঁর ফোন নম্বর দিতে হবে।। দ্বিতীয়ত, নিম্ন আদালতে জমা রাখতে হবে মানিকের পাসপোর্ট। তৃতীয়ত, কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। চতুর্থত, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। এই মামলার তদন্ত করছে সিবিআইও। তারপর থেকেই জেল বন্দি তিনি। এরপর জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলার ভার্চুয়াল শুনানি হয় গত ২৯ আগষ্ট। শুনানিতে ইডি জানিয়েছিল, মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে তারা। এতে মানিক জানান, গ্রেফতারির সময় তাঁর ভাই সিবিআইকে কী বলেছেন, জামিনের ক্ষেত্রে তা বিবেচ্য হওয়া উচিত নয়। 

এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিনের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট মানিকের জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেয়।

উল্লেখ্য, নিয়োগ মামলায় মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। যদিও পরে হাইকোর্ট থেকে শতরূপা ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্ট থেকে শৌভিক ভট্টাচার্য জামিনে মুক্তি পায়।

মানিক ভট্টাচার্য
'কালীঘাটের কাকু'র মাধ্যমে মানিককে বার্তা পাঠাতেন অভিষেক! চাঞ্চল্যকর দাবি ইডির নথিতে
মানিক ভট্টাচার্য
D.El.Ed পড়ুয়াদের থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন মানিক ভট্টাচার্য! - বিষ্ফোরক তথ্য ইডির
মানিক ভট্টাচার্য
বেসরকারি কলেজের ছাড়পত্র পেতে দিতে হত ৮ লক্ষ টাকা! পার্থ-মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in