
আর জি কর কাণ্ডে মুখ খুলে আগেই হারিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র পদ। দলের অন্দরে কোণঠাসাও হয়ে পড়েছিলেন। আর এবার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাহলে কি এবার বিজেপিতে যাচ্ছেন প্রাক্তন সাংসদ? সে প্রশ্ন রাজ্যের রাজনীতিতে ঘোরাফেরা করলেও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি শান্তনু সেন।
জানা গেছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন দু’জন নিরাপত্তারক্ষী পেতেন। কিন্তু বৃহস্পতিবার তাঁদের থানায় ডেকে শান্তনু সেনের নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এরপরেই জল্পনা বাড়ছে, দলের মধ্যে এভাবে লাগাতার কোণঠাসা হয়ে এবার কি দল ছেড়ে দেবেন শান্তনু?
গত ৯ আগষ্ট আর জি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর জি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। শান্তনু সেন আর জি করের প্রাক্তন ছাত্র। এমনকি তাঁর মেয়ে সৌমিলি সেন বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজের ছাত্রী। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়ে বলেই কলেজে নানা বঞ্চনার স্বীকার হতে হয়েছে সৌমিলিকে।
প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পরই দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তারপর শান্তনুর স্ত্রী তথা কাউন্সিলর কাকলি সেনকে কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। দলের মধ্যেই শান্তনু কোণঠাসা হয়ে পড়েন।
অন্যদিকে, এই পরিস্থিতিতে আগামী ৩০ নভেম্বর ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জির উদ্যোগে যে চিকিৎসক সম্মেলনের আয়োজন করা হয়েছে, তার আয়োজক হিসেবে নাম ছিল শান্তনু সেনের। তবে দল থেকে বার্তা পাঠানো হয়, সেই সম্মেলনে যেন না থাকেন শান্তনু। এ হেন পরিস্থিতিতে শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার। সবমিলিয়ে দল বদলের জল্পনা তৈরি হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন