

আদিবাসীদের উন্নয়ন খাতে আগেই একাধিক প্রকল্প ও পরিকল্পনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সব প্রকল্পের জন্য বরাদ্দ বাজেট অনেকটাই বৃদ্ধি পাবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। এখনও অনেকটাই দেরী থাকলেও আগে থেকেই আদিবাসীদের মন পেতে এই বরাদ্দ বৃদ্ধি বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
কয়েক মাস আগে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প ও পরিকল্পনার কথা সবিস্তারে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরে সেই তালিকায় নয়া সংযোজন করে তিনি বলেন, ‘আদিবাসী উন্নয়ন খাতে এ বার বাজেট বরাদ্দও বৃদ্ধি পাবে অনেকটাই।’
এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আদিবাসী পড়ুয়াদের জন্য ৩১০ টি নতুন হোস্টেল তৈরি করা হবে। এছাড়া বাড়ানো হবে ‘জয় জোহর প্রকল্প’ –এর পেনশনভোগীদের বরাদ্দ টাকাও। এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে ওই প্রকল্পের আওতায় পেনশনভোগীদের ১৮০০ টাকা দেওয়া হবে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী সোমবার ‘ট্রাইবাল অ্যাডভাইজরি কাউন্সিল’-এর বৈঠক হওয়ার কথা। সেখানে আদিবাসী সম্পর্কিত সব বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনে নিউটাউনের আদিবাসী ভবন প্রাঙ্গণে সাত দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দাবি করেন, আদিবাসী কল্যাণে তাঁর সরকার বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে। এ দিন আদিবাসী সম্প্রদায়ের হাতে ধামসা, মাদল তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের নাচের সঙ্গে মুখ্যমন্ত্রীকে পা মেলাতেও দেখা যায়। খেলাধুলোয় জনজাতি গোষ্ঠীর কৃতিত্বের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘গর্ব করে বলতে পারি আগামী দিনে এরা অলিম্পিক পদক জিতবে।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন