
কলকাতায় ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। মাত্র দুই সপ্তাহ আগেই ভর্তুকিহীন রান্নার সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। আজ আরো ২৫ টাকা বাড়লো। এর ফলে এখন ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার সিলিন্ডারের দাম ৯১১ টাকা।
হু-হু করে দাম বাড়ছে ভর্তুকিহীন সিলিন্ডারের। গত ১৭ আগস্টই সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বেড়েছিল। এর আগে ১ জুলাইতেও ২৫ টাকা বাড়ানো হয়েছিল দাম। গত ডিসেম্বর থেকে ২৯০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।
বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত সিলিন্ডারের দামও ৭৩.৫০ টাকা বেড়েছে আজ। এখন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে হবে ১৭৭০.৫০ টাকায়। ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা।
একদিকে যখন করোনা পরিস্থিতিতে বহু মানুষ রোজগারহীন হয়েছেন, কারো বা উপার্জন কমেছে, তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিরোধীরা এই নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হলেও সরকারের তাতে বিশেষ হেলদোল নেই। আমজনতার আশঙ্কা আর কিছুদিনের মধ্যেই হয়তো চার অঙ্কের সংখ্যা ছুঁয়ে ফেলবে গ্যাসের দাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন