

কলকাতায় ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। আজ শহরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। এর ফলে কলকাতায় এখন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা, আগে যা ছিল ৯১১ টাকা।
হু-হু করে দাম বাড়ছে ভর্তুকিহীন সিলিন্ডারের। গত ১৭ আগস্টই সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বেড়েছিল। এর আগে ১ জুলাইতেও ২৫ টাকা বাড়ানো হয়েছিল দাম। ১লা সেপ্টেম্বরেও একইভাবে সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ২৫ টাকা।
গত ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৩০০ টাকারও বেশি। অন্যদিকে, পেট্রল-ডিজেলের দামও বেড়ে চলেছে ক্রমাগত। তেল সংস্থাগুলির দাবি, প্রোপেন, বুটেনের দাম বাড়ছে, যা LPG –র মূল উপাদান। তাই এই মূল্যবৃদ্ধি।
একদিকে যখন করোনা পরিস্থিতিতে বহু মানুষ রোজগারহীন হয়েছেন, কারো বা উপার্জন কমেছে, তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অনেকেরই আশঙ্কা আর কিছুদিনের মধ্যেই হয়তো চার অঙ্কের সংখ্যা ছুঁয়ে ফেলবে গ্যাসের দাম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন