DYFI কর্মীর মৃত্যুর তদন্ত চেয়ে আদালতে বাম, বুধবার রাজ্যের সব থানা ঘেরাও, বৃহস্পতিবার রেল অবরোধের ডাক

বুধবার বিকেল ৪টেয় রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র যুব সংগঠন। এছাড়াও আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজ্যের সর্বত্র রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
নিহত মইদুল মিদ্যার পরিবার
নিহত মইদুল মিদ্যার পরিবারছবি সৌজন্য - সিপিআইএম ফেসবুক পেজ

নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জের জেরে আহত হয়ে ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু নিয়ে করা পদক্ষেপ করতে চলেছে সিপিআইএম। আগামী পরশু, অর্থাৎ বৃহস্পতিবার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে এবং পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবীতে বুধবার বিকেল ৪টেয় রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র যুব সংগঠন। এছাড়াও আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজ্যের সর্বত্র রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

বামেদের অভিযোগ, ময়নাতদন্ত নিয়ে পুলিশ যে বয়ান দিচ্ছে, তা ঠিক নয়। ঘটনার দিন মূলত অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ফলে সেই পুলিশের তদন্ত নিয়েই সন্দেহ প্রকাশ করছে তারা। সিপি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে সিপিআইএম।

এদিকে, কলকাতায় এসএফআই দফতরের সামনে কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর হামলার অভিযোগে পুলিশও মামলা দায়ের করল। নিজেকে বাঁচাতে একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন অভিনব দত্ত নামে ওই পুলিশকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতে ২০০/২৫০ অজ্ঞাত পরিচয়ের বাম কর্মীদের বিরুদ্ধে এফআইআর করেছে তালতলা থানার পুলিশ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in