৯৩তম আত্মবলিদান দিবসে শহিদ ভগৎ সিংহকে শ্রদ্ধাজ্ঞাপন বামেদের

বিমান বসু বলেন, "ভারতবাসীর স্বার্থে নতুন ভারত গড়ে তুলতে অবশ্যই ভগৎ সিং, রাজগুরু - এঁদের ভূমিকা খাটো করে দেখা যাবে না"।
শহিদ ভগৎ সিংহের মূর্তিতে মাল্যদান
শহিদ ভগৎ সিংহের মূর্তিতে মাল্যদাননিজস্ব চিত্র

৯৩ তম আত্মবলিদান দিবস উপলক্ষে মিন্টো পার্কে শহিদ ভগৎ সিং উদ্যানে ভগৎ সিং, শহিদ রাজগুরু এবং শহিদ সুখদেবের উদ্দেশ্যে বামফ্রন্টের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা।

আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল ভগৎ সিং, রাজগুরু ও শহিদ সুখদেবকে। শুধু এই রাজ্যেই নয় সারা ভারতে আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপনের পর বিমান বসু বলেন, "ভগৎ সিং, তাঁর যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানের মধ্য দিয়ে এবং তাঁর দার্শনিক বক্তব্য প্রকাশ করা - যে সমস্ত কথা তাঁর প্রিজন ডাইরিতে উল্লেখ করা আছে সেই ভারত এখনও গড়ে ওঠেনি। কাজেই ভারতবাসীর স্বার্থে নতুন ভারত গড়ে তুলতে অবশ্যই ভগৎ সিং, রাজগুরু এদের ভূমিকা খাটো করে দেখা যাবে না"।

তিনি এও বলেন, অখণ্ড ভারতের নেতা ছিলেন ভগৎ সিং। কিন্তু স্বাধীনতার পরে তাঁর অখণ্ড ভারত খণ্ডিত হয়েছে। এই ভারতে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষার মানুষ ঐক্যের ভিত মজবুত করতে শপথ গ্রহণ করছে।"

মীনাক্ষী মুখার্জি বলেন, "সংস্কৃতির নাম হলো ভারত। ভারতের এই অখণ্ডতাকে ধরে রাখার জন্য যাঁরা লড়াই করেছিলেন তাঁদের মধ্যে থেকেই ২৩ বছরের এক যুবক স্বল্প জীবনের মধ্যেই দল তৈরি করলেন, সকলকে একজায়গায় নিয়ে এলেন। তাঁর লক্ষ্য শুধু ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা ছিল না। আজকের ভারতে যেসব ঘটনা ঘটছে তা দূর করতে চেয়েছিলেন ভগৎ সিং। তাঁদের সেই লড়াইকে আমরা মাথায় করে রাখতে চাই"।

পাশাপাশি তিনি বলেন, আজকে গোটা দেশ এক থাকার জায়গায় নেই। যেটা আমাদের ভাষা, ধর্ম, জাতি, যেটা আমাদের দেশের বৈচিত্র্য ছিল, যেটা শক্তি ছিল, সেই সত্যিকে নষ্ট করে দিতে চাইছে দেশের সরকার। এই শক্তিগুলিকে আমাদের দুর্বলতা চিহ্নিত করে প্রচার করতে চাইছে সাম্রাজ্যবাদের এজেন্টরা।"

শহিদ ভগৎ সিংহের মূর্তিতে মাল্যদান
মোদী-পদবী মানহানি মামলায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, ২ বছরের জেলের সাজা শোনাল আদালত

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in