ধর্ম নিয়ে প্রতিযোগিতা চালাচ্ছে BJP-তৃণমূল, সাবধান করলেন সেলিম; সতর্ক থাকতে একাধিক কর্মসূচি ঘোষণা

People's Reporter: সেলিমের মন্তব্য, ‘‘মুখে যারা এখন রামের নাম করে রাজনীতি করছে, তাদের মনে আছে নাথুরাম!’’ ২২ তারিখ রামমন্দির উদ্বোধনের দিন বামেরা রাজ্যের জেলায় জেলায় মিছিল করবে।
সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিম
সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিমনিজস্ব ছবি
Published on

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে। বিরোধীদের অভিযোগ নির্বাচনের আগে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, তাই অসম্পূর্ণ মন্দিরই উদ্বোধন কড়া হচ্ছে। এবার এই নিয়ে জনগণকে সতর্ক করল বামেরা। একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করলো তারা।

মঙ্গলবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে দেশ জুড়ে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি। এর মাধ্যমে রুজি-রুটির বিষয় থেকে নজর ঘুরিয়ে মন্দির-ধর্মস্থানের রাজনীতি করছে বিজেপি। আর সেই কাজে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করছে তৃণমূলের মতো দলগুলির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি।’’

এই বিষয়ে আমজনতাকে সতর্ক করতে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বামেরা। সেলিম জানান, ২২ তারিখ রামমন্দির উদ্বোধনের দিন বামেরা রাজ্যের জেলায় জেলায় সংহতির বার্তা দিয়ে মিছিল করবে। তাঁর দাবি, বিভিন্ন ভাবে উত্তেজিত করার চেষ্টা করা হলেও, জনগণ যেন শান্ত থাকে।

পাশাপাশি, মাসের শেষে বামেদের একাধিক কর্মসূচির কথা জানালেন সেলিম। তিনি জানান, আগামী ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় বামেদের মিছিল হবে এবং রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সুভাষের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সভা হবে।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্য জুড়ে কর্মসূচি থাকবে বামেদের। তার পরে ৩০ জানুয়ারি গান্ধীজির হত্যা দিবসে বেলেঘাটায় গান্ধী ভবন চত্বরে সভা হবে বামেদের। সেলিমের মন্তব্য, ‘‘মুখে যারা এখন রামের নাম করে রাজনীতি করছে, তাদের মনে নাথুরাম আছে!’’

অন্যদিকে, রামমন্দির উদ্বোধনের দিন শহরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আছে। সে কর্মসূচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা নাম দিয়েছেন। এই নামকরণ নিয়ে এদিন সেলিম জানান, “উনি সং সাজতে পারেন, সংহতি ওঁর মুখে মানায় না। উনিই খাল কেটে বিজেপিকে এরাজ্যে এনেছেন। বিজেপিকে ন্যাচারাল অ্যালি বলেছিলেন, এখনও আরএসএস খারাপ নয় বলে থাকেন।“

সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিম
Mahua Moitra: পত্রপাঠ সরকারি বাংলো খালি করার নির্দেশ, তৃতীয় নোটিশ পেলেন মহুয়া মৈত্র
সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিম
'এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক! দক্ষিণেশ্বরে হাত দিচ্ছে!' - স্কাইওয়াক-প্রসঙ্গে রেলকে হুঁশিয়ারি মমতার
সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিম
Ram Temple: রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ নিয়ম মেনে হচ্ছে না, শঙ্করাচার্যের সুরে সুর নির্মোহী আখড়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in