RG Kar Case: আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় আন্দোলনকারী চিকিৎসকদের তলব পুলিশের

People's Reporter: জানা গেছে, দু'দিন আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট ডঃ কৌশিক চাকিকে দুটো সমন পাঠানো হয়েছে। কৌশিক চাকি জানিয়েছেন, দু'টো সমনই তাঁকে বউবাজার থানা থেকে পাঠানো হয়েছে।
RG Kar Case: আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় আন্দোলনকারী চিকিৎসকদের তলব পুলিশের
ফাইল ছবি
Published on

আগামী ৯ আগস্ট আরজি কর কাণ্ডের এক বছর পূর্তি। তার আগে এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তলব করল লালবাজার এবং বউবাজার থানার পুলিশ। জানা গেছে, জুনিয়রদের পাশাপাশি কয়েকজন সিনিয়র চিকিৎসককেও তলব করা হয়েছে। চিকিৎসকদের দাবি, বর্ষপূর্তির জেরে আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। তাই এই তলব। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিল কৌশিক বিশ্বাস।

জানা গেছে, দু'দিন আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট ডঃ কৌশিক চাকিকে দুটো সমন পাঠানো হয়েছে। কৌশিক চাকি জানিয়েছেন, দু'টো সমনই তাঁকে বউবাজার থানা থেকে পাঠানো হয়েছে। আগামী ১৯ আগস্ট তাঁকে বউবাজার থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটা দুপুর ১টায় এবং অন্যটি বিকেল ৪টায়।

তিনি আরও জানিয়েছেন, দু'টো ক্ষেত্রে দু'টো আলাদা আলাদা মামলার উল্লেখ করা হয়েছে। একটি হল, ৮ অক্টোবর সাধারণ মানুষদের সঙ্গে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করা নিয়ে। এবং অন্যটি তার আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর, অনশনকারী চিকিৎসকদের জন্য সামগ্রি নিয়ে যাওয়ায় বাধা দেওয়ায় বউবাজার থানায় যে প্রতিবাদ হয়েছিল, তাতে তিনি কেন উপস্থিত ছিলেন, সেটা নিয়ে। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কোনও জিনিস নিয়েই ভীত নন তাঁরা। সকলে হাজিরা দেবেন বলেই জানান তিনি।

এনিয়ে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডঃ অনিকেত মাহাতো এক সংবাদ মাধ্যমে বলেন, "রাস্তা অবরোধ করা, পুলিশের গায়ের হাত তোলা, মহিলা পুলিশদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা! এই যাবতীয় ঘটনাগুলো কেন্দ্র করে দু-তিনদিন আগে থেকে হেয়ারস্টিট এবং বউবাজার থানা থেকে আন্দোলনকারীদের কাছে সমন আসছে। সকলকে থানায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত তারা (পুলিশ) নিয়েছেন। এটাই মূলত অভিযোগ"।

এরপরেই তাঁর প্রশ্ন, "আমাদের বক্তব্য, যখন এই রকম অপ্রীতিকর ঘটনা ঘটেই ছিল, তখন ৯ আগস্টের বর্ষপূর্তির প্রাক্কালে ১০ মাস আগের ঘটনা নিয়ে কেন এই ধরণের নোটিশের প্রয়োজন পড়ল"।

যদিও জুনিয়র চিকিৎসকদের এই দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিল কৌশিক বিশ্বাস। তিনি বলেন, "কেউ যদি সরকারি কাজে বাধা প্রদান করে, তারাতো কেউ ভারতবর্ষের আইনের উর্ধ্বে নন। ফলে আইনকে তাঁদের ফেস করতেই হবে। তাঁরা যদি মনে করেন কোনও অন্যায় করেননি, তাহলে পুলিশের ডাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। নিশ্চয় তাঁদের সেখানে যাওয়া উচিত। তবে বর্ষপূর্তির জন্য ডাকা হয়েছে, ব্যাপার গুলো সেরকম নয় একেবারেই। আইন আইনের মতো চলবে। আপনারাও জানেন আরজি কর কাণ্ডের পর আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। কলকাতা পুলিশ প্রথম তিনদিনের মধ্যে যাকে গ্রেফতার করেছিল, সিবিআই কিন্তু তাকেই দোষী সাব্যস্ত করেছে। কিন্তু তারপরেও একশ্রেণীর কতিপয় চিকিৎসক এই বিশৃঙ্খলা থেকে দূরে সরছেন না"।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in