'আয়নায় নিজের মুখ দেখছেন' - মহঃ সেলিমের 'স্কাউন্ড্রেল' মন্তব্যের পাল্টা কুণাল ঘোষের

কুনালের এই পোস্টের পরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল মুখপাত্রকে কেউ লিখেছেন, 'আপনাকেও দেখে অনেকে চোর বলে কেন?'।
কুণাল ঘোষের করা পোস্ট
কুণাল ঘোষের করা পোস্টছবি - সোশ্যাল মিডিয়া

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আয়নার সাথে ছবি দিয়ে পাল্টা “স্কাউন্ড্রেল” কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যা নিয়ে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়লেন তিনি।

সম্প্রতি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কিছু মন্তব্যে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। যা এখনও চলছে।

কুণাল ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম সরাসরি “স্কাউন্ড্রেল” বলে আক্রমণ করেছিলেন। তবে হাতগুটিয়ে বসে নেই কুণাল ঘোষও। বুধবার নিজের ফেসবুক ওয়ালে মহম্মদ সেলিমের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে আয়নার দিকে তাকিয়ে রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। ওপরে লেখা রয়েছে কুণাল ঘোষের একটি মন্তব্য। কুণাল বলেন, “সেলিমদা আয়নায় নিজের মুখ দেখলেই স্কাউন্ড্রেল বলে চেঁচায় কেন কে জানে!”।

কুণালের এই পোস্টের পরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল মুখপাত্রকে কেউ লিখেছেন, 'আপনাকেও দেখে অনেকে চোর বলে কেন?'। আবার কেউ লেখেন, 'আপনি জেল খাটা আসামী'। তাছাড়া অনেকেই কুণাল ঘোষের প্রিজন ভ্যানে ওঠারও ছবি দিয়ে ট্রোল করছেন।

প্রসঙ্গত, শুধু মহম্মদ সেলিমই নন, কুণাল ঘোষের করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন কংগ্রেস-বিজেপির শীর্ষ নেতারাও। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন, 'রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনো ভাষা লিখতে হবে। এখনই এই ধরণের মুখপাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার'। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, 'কুণাল ঘোষের শিক্ষা, রুচি নিয়ে কিছু বলতে চাই না। তাহলে ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে।'

কুণাল ঘোষের করা পোস্ট
'ছোটলোক' - বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতায় বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধীদের আক্রমণের মুখে কুণাল
কুণাল ঘোষের করা পোস্ট
Manipur: মণিপুরে গত তিনমাসে নিখোঁজ ৩০-এরও বেশি, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in