
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 'সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত', বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, "অধ্যাপক ডঃ প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে যারা এই অসভ্যতা করল, তাদের এবং ওই সংগঠনগুলিকে চিহ্নিত করে রাখা দরকার। প্রদীপ্ত নিপাট ভদ্রলোক। তার সঙ্গে বাঁদরামি করা কয়েকটা অসভ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দরকার। তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? শাসক বলে সংযত নিশ্চয় থাকা উচিত। কিন্তু বাঁদরামি সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত।"
এরপরের একটি পোস্টে তিনি লেখেন, "যাদবপুরে যে বাঁদরামিটা এরা করল, মনে রাখুন। চিহ্নিত করুন। শিক্ষামন্ত্রী এবং তৃণমূল সমর্থক অধ্যাপকরা সংযমের পরিচয় দিয়েছেন। কিন্তু হামলা, বিশৃঙ্খলা যারা করল, গণতান্ত্রিকভাবে যথাযথ জবাব দরকার। এদের চিহ্নিত করুন।"
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দিতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বৈঠক শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই, আইসা, ডিএসএফ (ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফ্রন্ট) –এর সদস্যরা। ফলে বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য। তাঁকে কোনওরকমে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে বৈঠকে নিয়ে যাওয়া হয়। কিন্তু বৈঠক শেষে বেরিয়ে ফের আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে শিক্ষামন্ত্রী চোট পেয়েছেন বলে অভিযোগ। তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির ওপরে লিখে দেওয়া হয়েছে ‘চোর ব্রাত্য’। শিক্ষামন্ত্রীকে ঘিরে ‘চোর-চোর’, ‘গো-ব্যাক' স্লোগানও দেওয়া হয়।
অন্যদিকে আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এক পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। মাথায় চোট পেয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
এই ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্ররা। রাস্তা অবরোধ করে রেখেছেন তাঁরা। পাল্টা পথে নেমেছেন তৃণমূল নেতারাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ নামানো হয়েছে এলাকায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন