SSC Scam: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আগেই রাতারাতি গুরুতর অসুস্থ হয়ে ICCU-তে 'কালীঘাটের কাকু'

People's Reporter: সাতসকালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কিন্তু সেখানে পৌঁছে আধিকারিকরা জানতে পারেন রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুজয়কৃষ্ণ।
SSC Scam: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আগেই রাতারাতি গুরুতর অসুস্থ হয়ে ICCU-তে 'কালীঘাটের কাকু'
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আগে রাতারাতি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। রাতেই তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে।

দীর্ঘদিন টালবাহানার পর শুক্রবার অর্থাৎ আজ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার দিন ঠিক হয়। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় অ্য়াম্বুলেন্সে সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আগে স্বাস্থ্য পরীক্ষা হবে, সব ঠিক থাকলে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। সেইমত সাতসকালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কিন্তু সেখানে পৌঁছে আধিকারিকরা জানতে পারেন রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুজয়কৃষ্ণ। তাই চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে। ICCU-র ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, ICCU-র এই ১৮ নম্বর বেডটি শিশুদের জন্য বরাদ্দ। জানা গেছে, বড়দের জন্য বরাদ্দ বেডগুলির একটিও খালি না থাকায় এই বেডটি দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণকে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণকে নিয়ে ফের মেডিক্যাল বোর্ড বসবে। সেই বোর্ড অনুমতি দিলে তবেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে ইডি।

অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, তাঁরা অ্যাম্বুলেন্স তৈরি রেখেছেন। শীঘ্রই মেডিক্যাল বোর্ড অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত মে মাসের শেষের দিকে গ্রেফতার করা হয় অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রকে। এরপর আগস্ট মাসে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। বাইপাস সার্জারি করা হয় তাঁর। তখন থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। মামলার অগ্রগতির জন্য গত কয়েক মাস ধরেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। কিন্তু বারবার অসফল হচ্ছিলেন তাঁরা।

ইডি আধিকারিকদের দাবি ছিল, তাঁরা ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে এসএসকেএম-এ গেলে, হাসপাতালের তরফে দাবি করা হয় তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) অসুস্থ। এখন নমুনা দিতে পারবেন না।

SSC Scam: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আগেই রাতারাতি গুরুতর অসুস্থ হয়ে ICCU-তে 'কালীঘাটের কাকু'
North 24 Parganas: প্রার্থীই দিতে পারলো না TMC-BJP, গাইঘাটায় ফের সমবায় ভোটে জয়ী বামেরা
SSC Scam: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আগেই রাতারাতি গুরুতর অসুস্থ হয়ে ICCU-তে 'কালীঘাটের কাকু'
Kerala: বিয়েতে পণ চাওয়া হলে মহিলাদের সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত - পিনারাই বিজয়ন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in