
রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ইডির বিশেষ আদালত ২৫ হাজার টাকার জোড়া বন্ড এবং ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে বালুর। ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
তবে আদালত থেকে জামিন পেলেও বুধবারই বালুর জেলমুক্তি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত নিয়ম মেনে আদালতের নির্দেশের প্রতিলিপি জেলে গিয়ে পৌঁছালে, জেল কর্তৃপক্ষ জামিনের প্রক্রিয়া শুরু করবেন। সবটা সময়ের মধ্যে হলেই বুধবারই জেলমুক্তি হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের।
এর আগে শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতির ‘রিং মাস্টার’ বলে আদালতে বর্ণনা করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি করেছিল, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে নাম ছিল না বালুর। তবে তদন্তপ্রক্রিয়া এগোলে একাধিক নথি হাতে আসে ইডির। এফআইআরে প্রাক্তন মন্ত্রীর নাম না থাকলেও, তিনিই এই দুর্নীতির ‘রিং মাস্টার’ দাবি করে ইডি।
এমনকি এর আগে একাধিক বার আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করেছে ইডি। বারবারই ‘প্রভাবশালীর তত্ত্ব’ তোলা হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। ইডির দাবি ছিল, প্রাক্তনমন্ত্রীকে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর ২৪ ঘন্টা তল্লাশির পর নিজের বাসভবন থেকে মাঝরাতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সময় তিনি ছিলেন রাজ্যের বনমন্ত্রী। সংবিধানে ১৬৬(৩) অনুচ্ছেদ মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেন।
২০২১ সালের নির্বাচনের আগে তিনি ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। নির্বাচনের পর তাঁকে বনমন্ত্রী করা হয়েছিল। গ্রেফতারীর পর প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন বালু। সেই সময় এসএসকেএম ভর্তিও হয়েছিলেন। পরে সুস্থ হয়ে জেলে ফিরে গিয়েছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন