
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কেবলমাত্র নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা মামলাটিই সরেছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা নয়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরানোর খবর প্রসঙ্গে এমনটাই মনে করছেন সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আইনি খবর সংক্রান্ত পোর্টাল Bar & Bench-এর প্রতিবেদনেও একথা জানানো হয়েছে।
শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর জন্য।
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশনামা না আসা পর্যন্ত এই বিষয়ে সঠিক ভাবে বলতে পারব না।’’
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন