কলকাতা মেডিক্যালে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা

শনিবার রাতে ছ'মাসের এক গর্ভবতীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর গর্ভস্থ সন্তানের দু'দিন আগেই মৃত্যু হয়েছে। তখন এমার্জেন্সি বিভাগে রোগীর চাপ থাকায় তাঁকে বসতে বলা হয়।
মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা
মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা ফাইল ছবি, সংগৃহীত

ফের আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতা মেডিক্যালের ইডেন বিল্ডিংয়ে গর্ভবতী ও মহিলা জরুরি চিকিৎসা কেন্দ্রে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন তাঁরা।

হাসপাতাল সূত্রের খবর, শনিবার রাতে ছ'মাসের এক গর্ভবতীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর গর্ভস্থ সন্তানের দু'দিন আগেই মৃত্যু হয়েছে। তখন এমার্জেন্সি বিভাগে রোগীর চাপ থাকায় তাঁকে বসতে বলা হয়। এরপরই চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগীর পরিবার। এক জুনিয়র চিকিৎসকের গালে থাপ্পড় মারে ওই পরিবারের এক সদস্য। আক্রান্ত চিকিৎসককে রক্ষা করতে যান আরও দুই চিকিৎসক। তাঁরাও হেনস্থার স্বীকার হন।

এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি সামলাতে আসরে নামেন খোদ হাসপাতালের এমএসভিপি। জুনিয়রদের নিরাপত্তা দেওয়ার লিখিত আশ্বাস দেন। প্রায় ৯ ঘণ্টা পর কর্মবিরতি তুলে নেন তাঁরা।

হাসপাতাল সূত্রের খবর, কর্মবিরতির জেরে শনিবার রাতে সবকটি এমার্জেন্সি বিভাগ বন্ধ ছিল। রাতেই জেনারেল ইমার্জেন্সি বিভাগ, স্ত্রী-রোগ বিভাগ, ইএনটি ও শিশুরোগ বিভাগে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রতিদিন রাতেই ২৫ জন পুলিশ কর্মী জরুরি বিভাগগুলিতে মোতায়েন করা হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in