মঙ্গলবার রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। আর ওই দিনই ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কিন্তু গত ১১ অক্টোবর রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র চিকিৎসকদের এই কার্নিভাল প্রত্যাহারের আবেদন জানান। নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে ‘দ্রোহের কার্নিভাল’ থেকে বিরত থাকার জন্য বলেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি দিল ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।
মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার জন্য সরকারের বার্তাকে ‘হতাশাজনক’ বলেই মনে করছে সিনিয়র চিকিৎসক সংগঠন। সংগঠনের তরফে এক বিবৃতিতে যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুন্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, “আমরা এক বারও বলছি না সরকারের কার্নিভাল (পুজোর কার্নিভাল) বাতিল করার জন্য। উদ্যাপনের সাংবিধানিক অধিকারকে আমরা সম্মান করি। একই ভাবে আমাদেরও অধিকার রয়েছে উৎসবে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে ১৫ অক্টোবর দ্রোহের কার্নিভাল ডাকা হয়েছে। সরকারের তা প্রত্যাহার করতে বলা আমাদের কাছে হতাশাজনক।”
হাইকোর্টের ১১ অক্টোবরের নির্দেশের কথা ইমেলে উল্লেখ করেছিলেন মুখ্যসচিব। উল্লেখ্য, ত্রিধারা পুজো মণ্ডপের সামনে বিচার চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃতদের অন্তর্বর্তী জামিনের নির্দেশের সময়েই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সেই প্রসঙ্গ টেনে পন্থ ইমেলে লিখেছিলেন, কোনও রকম বিক্ষোভ পুজো কার্নিভালে বিরূপ প্রভাব ফেলবে। এ ছাড়াও হাই কোর্টের নির্দেশ অমান্য হবে। তবে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমার মধ্যে থেকে এবং হাই কোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে।
অন্যদিকে, ধর্মতলায় অনশনের আজ দশম দিন। ইতিমধ্যেই পাঁচ জন জুনিয়র চিকিৎসক অসুস্থতার খবর মিলেছে। যার মধ্যে চারজন কলকাতার (অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা) এবং একজন উত্তরবঙ্গের (আলোক বর্মা)। এদিকে, অনশনের দশম দিনে প্রশাসনের সাথে চিকিৎসকদের বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্যসচিব মনোজ পন্থ। চিকিৎসকদের দাবি, দ্রুত এই জট কাটুক।
অন্যদিকে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের সামনে ভিড় জমতে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই অভিযান। বহু সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন