
বুধবার রাতভর এসএসসি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করার পর বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন চাকরিহারাদের একাংশ। এদিন সকাল ১১ টা থেকে এসএসসি দফতরের সামনে অনশন শুরু করলেন তাঁরা। সাংবাদিক বৈঠকে করে জানানো হয়, এদিন প্রথম অনশনে বসেছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। ২০১৬ সালের নিয়োগে যোগ্যদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই অনশন। নাগরিক সমাজকেও এই আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারারা।
মিরর ইমেজ প্রকাশের দাবিতে বুধবার থেকে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন। বৃহস্পতিবার তাঁদের মধ্যে থেকেই চারজন অনশনে বসছেন বলে জানা গেছে। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না যোগ্যদের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।
এদিন সাংবাদিক বৈঠকে এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, ‘‘চেয়ারম্যান বলেছেন যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে হবে বলেননি। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সত্যই যোগ্যদের চাকরি বাঁচাতে চান, তা হলে এটা প্রকাশ করতে সময় লাগার কথা নয়, কারণ মিরর ইমেজ অনলাইনে রয়েছে”।
তাঁর অভিযোগ, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাঁদের একাংশ। কিন্তু তাঁদের ত্রিপল বিছানোর অনুমতি দেয়নি পুলিশ। সেকারণে রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
অন্যদিকে, বুধবার কসবায় ডিআই অফিসের সামনে আন্দোলনরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার মহামিছিলের ডাক দিয়েছে চাকরিহারাদের একাংশ। এদিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদা থেকে শুরু হবে মিছিল। শেষ হবে রানি রাসমণি রোডে। এছাড়া, শুক্রবার এসএসসি অভিযানেরও ডাক দিয়েছেন চাকরিহারারা। এ বিষয়ে সুমন বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত। তাই আমরা লাগাতার অনশন শুরু করতে চলেছি। আপনারা আসুন, সহযোগিতা করুন”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন