
ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি নিয়ে বিকাশ ভবনে বৈঠকে চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। জটিলতা শেষে অবশেষে ১২ জন চাকরিহারাদের নিয়ে চলছে বৈঠক। উপস্থিত রয়েছেন এসএসসি-র চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা। অন্যদিকে, এসএসসি ভবনের বাইরে বিক্ষোভরত চাকরিহারারা। বৈঠকে জট কি কাটবে? সে দিকেই রয়েছে নজর।
শুক্রবার দুপুরে বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা ছিল। সেই মতো এদিন এসএসসি এবং পর্ষদের কর্তাদের নিয়ে বিকাশ ভবন পৌঁছান ব্রাত্য বসু। প্রথমে আটজনের অনুমতি থাকলেও চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হয় ১৩ জন প্রতিনিধি যাবে বৈঠকে। যার মধ্যে রয়েছেন নবম-দশমের ছ’জন, একাদশ-দ্বাদশের চারজন এবং গ্রুপ সি ও গ্রুপ ডি-এর এক জন করে প্রতিনিধি।
চাকরিহারারা প্রার্থীরা প্রাথমিকভাবে ১৩ জনের প্রতিনিধি দল তৈরি করেছিলেন। তাতে নাম ছিল হুমায়ুন ফিরোজ মণ্ডল, সঙ্গীতা সাহা, আবদুল্লা মণ্ডল, চিন্ময় মণ্ডল, সুজয় সরদার, প্রলয় কুমার জামাদার, আজহারউদ্দীন, সেলিনা আখতার, স্বপন বিশ্বাস, মেহবুব মণ্ডল, দিথিশ মণ্ডল, মৃন্ময় মণ্ডল এবং তাপস সাঁতরা। তবে বিকাশ ভবনে আট জনকে যেতে বলা হয়।
বহু টানাপোড়েনের পর ১০ জনের অনুমতি দেওয়া হয়। তবে তাঁরা জানিয়ে দেন, ১২ জনকে ঢুকতে না দিলে বৈঠকে যাবেন না। অবশেষে ১২ জন প্রতিনিধিকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়ের দু’ঘন্টা পর শুরু হয় বৈঠক। এখনও বিকাশ ভবনে চলছে বৈঠক।
অন্যদিকে, শুক্রবার মিরর ইমেজ প্রকাশের দাবি এবং লাঠিচার্জের প্রতিবাদে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন চাকরিহারারা। সেখানেই অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। এদিকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার থেকে অনশনে বসেছেন তিন জন চাকরিহারা। এখন সকলেই তাকিয়ে বৈঠকের দিকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন