সকালে সল্টলেক দুপুরে কালীঘাট, চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ধুন্ধুমার, আটক বহু

চাকরিপ্রার্থীরা বলেন, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি বেরোয়। ২০১৫ সালে পরীক্ষার পর ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়। কিন্তু ১৪,৩৩৯টি শূন্যপদ থাকার পরেও তাঁদের কোনো নিয়োগ হয়নি।
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমারছবি সৌজন্যে ভিডিওর স্ক্রিনশট
Published on

ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। বৃহস্পতিবার সকালে সল্টলেকের পর দুপুরে হাজরা মোড়েও নিয়োগের দাবিতে সরব হন তাঁরা। সব মিলিয়ে প্রায় ৪০ জন চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলকাতায়। হাজরাতে মেট্রো স্টেশন থেকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাস্তায় শুয়ে পড়েও বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, আর কতদিন এইভাবে রাস্তায় থাকতে হবে? তাঁদের কি নিয়োগ দেবে না? অবিলম্বে নিয়োগ দিতে হবে। অযোগ্যদের চাকরি থেকে বের করে যোগ্যদের চাকরি দিতে হবে।

তাঁরা বলেন, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি বেরোয়। ২০১৫ সালে পরীক্ষার পর ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়। কিন্তু ১৪,৩৩৯টি শূন্যপদ থাকার পরেও তাঁদের কোনো নিয়োগ হয়নি। এমনকি আদালতের নির্দেশের পরেও প্যানেল গঠন করা হয়নি।

হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা। পথে চাকরিপ্রার্থীদের বাধা দেয় পুলিশ। চাকরিপ্রার্থী ও পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে। বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। প্রায় ৪০ জন চাকরিপ্রার্থীকে টেনে হিঁছড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশ তাঁদের অবৈধ জমায়েতের অভিযোগে আটক করে লালবাজারে পাঠিয়েছে।

অন্যদিকে আজ সকালেই সল্টলেকে নিয়োগের দাবিতেই আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সকাল সাড়ে ৭টার পর থেকেই আচার্য ভবনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল এমএলএ হস্টেলের দরজা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। ভেতরে দীর্ঘক্ষণ আটকে পড়েছিলেন বিধায়করা।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার
যেখানে যেখানে শাসকদল হেরেছে সেখানের BDO-দের বদলি করছে নবান্ন! বিস্ফোরক অভিযোগ বিরোধীদের
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার
‘মুখোশ পরে বিজেপির হয়ে কাজ করছেন!’ রাজ্যপালের দুর্নীতি-বিরোধী শাখা নিয়ে অভিযোগ মমতার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in