

সামনেই রাজ্যে পৌরসভার নির্বাচন। তবে একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে সংযুক্ত মোর্চার। বিধানসভার ফলাফলের পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এদিন তিনি বলেছেন আইএসএফ-এর অন্তর্ভুক্তিতে জোটের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তার দাবি - আইএসএফ-এর সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। তাই পুরভোটে বামেদের সঙ্গে জোট রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় নির্বাচনে আমরা বামেদের সঙ্গে জোট করে আসন সমঝোতা করব কিনা তা বলার সময় এখনো আসেনি। কারণ জোটের যে স্বচ্ছ ভাবমূর্তি আমরা তৈরী করতে চেয়েছিলাম মাঝখানে আইএসএফ প্রবেশ করায় তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই নতুন করে জোট তৈরি করতে গেলে সেই সব প্রশ্নের সমাধান করতে হবে।
তিনি আরও বলেন - এই মুহূর্তে আমরা জোটে নেই অথবা জোটে আছি, দুটোর কোনটাই বলা যাবে না। তবে কংগ্রেস আইএসএফ-এর সঙ্গে কোনো জোট করেনি। ২০২১ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে ৯২ টি আসনে লড়েছিল কংগ্রেস। নির্বাচনে ভোটের আগে মুর্শিদাবাদে আইএসএফ নেতা গিয়ে প্রচার করেছিলেন। তাই আইএসএফ-এর সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। জোট হলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিত না আইএসএফ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন