Calcutta HC: ২০ লক্ষ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ! আসানসোল পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

People's Reporter: আসানসোল পুরসভা এলাকায় একটি কারখানা সম্প্রসারণের আবেদন করে একটি সংস্থা। প্রথমে পুরসভার পক্ষ থেকে বেআইনি ভাবে করা হয়েছে বলে নোটিশ দেওয়া হয়।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল ছবি
Published on

২০ লক্ষ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ! আসানসোল পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। যার জেরে আসানসোল পুরসভার বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার জরুরি ভিত্তিতে এই মামলা শুনবে আদালত।

আসানসোল পুরসভা এলাকায় একটি কারখানা সম্প্রসারণের আবেদন করে একটি সংস্থা। প্রথমে পুরসভার পক্ষ থেকে বেআইনি ভাবে করা হয়েছে বলে নোটিশ দেওয়া হয়। গত ৫ জুলাই নির্মাণ ভাঙার কথা ছিল। কিন্তু সংস্থার বক্তব্য, ২০ লক্ষ টাকা দেওয়ায় নির্মাণ ভাঙার সিদ্ধান্ত রদ করে দেয় পুরসভা। কিন্তু পরে ফের ২০ লক্ষ টাকা চাওয়া হয় পুরসভার তরফে বলে অভিযোগ। এরপরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করে সংস্থাটি।

শুক্রবার হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে সংস্থার আইনজীবীর সওয়াল, "পুরসভা বলছে, টাকা দিলে বেআইনি নির্মাণ ভাঙা হবে না। বার বার টাকা চাইছে পুরসভা। তারা আসনাসোল জেনারেল ফান্ডের নামে টাকা আদায় করছে"।

পুরসভার এহেন কাজে বিস্ময় প্রকাশ করেছে আদালত। বিচারপতি গৌরাঙ্গ কান্ত জানান, আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ, "পুরসভা কী ভাবে ২০ লক্ষ টাকা নেওয়ার কথা বলতে পারে? অবিলম্বে এফআইআর দায়ের করুন"। বিচারপতির কান্তের মন্তব্য, "পুরসভা কী ভাবে বেআইনি নির্মাণ না ভাঙার সিদ্ধান্ত নিতে পারে? টাকার বিনিময়ে এমন কাজ অপরাধ। ওই পুরো ঘটনাটি পুলিশের তদন্ত করে পদক্ষেপ করা উচিত"।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in