

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া' নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর দাবি, ইন্ডিয়া মঞ্চের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিআইএম। তাঁকে গুরুত্ব না দিলে তিনি জোটে থাকবেন না।
সোমবার কলকাতায় সংহতি মিছিল করে তৃণমূল। সেই মিছিল শেষ হয় পার্ক সার্কাসে। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি ইন্ডিয়া জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মমতা ব্যানার্জি বলেন, "ইন্ডিয়া নাম আমি দিয়েছিলাম। কিন্তু আমার দুঃখ একটাই যে যখনই বৈঠক হয় তখনই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম। যাদের সাথে দীর্ঘ ৩৪ বছর লড়াই করেছি তাদের কোনো পরামর্শ মানতে রাজি নই। আমি প্রচুর অপমান বোধ করি। আমি এটা মানবো না"।
ওই মঞ্চ থেকে ধর্ম নিয়েও সিপিআইএমকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "লজ্জা করে না? ৩৪ বছর আপনারা সিপিআইএমকে ক্ষমতায় রেখেছিলেন। একটা মাদ্রাসা করেনি, একটা শশ্মান করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনোদিন দুর্গাপুজোতে যেতো না। কারণ তারা নাকি নাস্তিক, কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি"।
প্রসঙ্গত, কিছু দিন আগেই লোকসভা নির্বাচন নিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেন মমতা ব্যানার্জি। দলীয় এক নেতাই জানিয়েছিলেন 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। ওই বৈঠকেই নাকি বলেছিলেন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে ৪২টিতেই একা লড়াই করবেন। গতকাল ফের 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে তৃণমূল নেত্রীর অবস্থান রীতিমতো অস্বস্তি বাড়ালো বিজেপি বিরোধী মঞ্চে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন