কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণে ডলার, রিয়াল সহ বহু বিদেশী অর্থ, তদন্ত শুরু

উদ্ধার হওয়া নোটের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ভাট, ইউএস ডলার, সৌদি আরবের রিয়াল, সিঙ্গাপুরের ডলার, অষ্ট্রেলিয়ার ডলার এবং মধ্যপ্রাচ্যের দিরহাম।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা শহরে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশী টাকা। চৌরঙ্গীর এক দোকান থেকে প্রায় সাড়ে ৪১ লক্ষ টাকার বিদেশি নোট উদ্ধার করা হয়েছে। সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অষ্টলিয়া সহ বিভিন্ন দেশের নোট রয়েছে এর মধ্যে। এই ঘটনায় ২ জনকে হেফাজতে নিয়েছে শুল্ক দফতর। বিদেশী টাকা ঠিক কী উদ্দেশে ব্যবহার করা হত? কারা এই টাকা ব্যবহার করতেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চৌরঙ্গীর একটি দোকানে অভিযান চালিয়েছিলেন আধিকারিকরা। সেখান থেকেই বিপুল পরিমাণ বিদেশী অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় টাকায় যার মূল্য ৪১.৪২ লক্ষ টাকা। উদ্ধার হওয়া নোটের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ভাট, ইউএস ডলার, সৌদি আরবের রিয়াল, সিঙ্গাপুরের ডলার, অষ্ট্রেলিয়ার ডলার এবং মধ্যপ্রাচ্যের দিরহাম।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। Unaccounted Foreign currency কীভাবে এলো? শহরে এই বিপুল টাকা ব্যবহারের উদ্দেশ্য কী? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in