Kolkata Book Fair 2025: বইমেলা চলাকালীন বন্ধ মেট্রো! চালু করার দাবিতে কর্তৃপক্ষকে চিঠি দেবে গিল্ড

People's Reporter: বইমেলা চলাকালীন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
Kolkata Book Fair 2025: বইমেলা চলাকালীন বন্ধ মেট্রো! চালু করার দাবিতে কর্তৃপক্ষকে চিঠি দেবে গিল্ড
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বইমেলায় যাওয়ার জন্য অন্যতম যান পরিষেবা হল মেট্রো। তবে এবার বইমেলা চলাকালীন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মেট্রো চালু রাখার দাবি জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মাঝে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ওই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকলে সমস্যায় পড়বেন লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে মেলার শেষ লগ্নে ভিড় হয় লক্ষাধিক। তারপর ৮ ও ৯ ফেব্রুয়ারি শনি ও রবিবার। এই পরিস্থিতিতে মেট্রো বন্ধ হলে সমস্যায় পড়বেন বহু মানুষ।

জানা যাচ্ছে, এই সময় সিগনালিং ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ টানা দেড় মাস হাওড়া ময়দান- এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বইমেলার পরিকাঠামো এবং প্রস্তুতি দেখতে সোমবার বিকালে মেলা প্রাঙ্গণে যান বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ, যুগ্ম পুলিশ কমিশনার বাদানা বরুণ চন্দ্রশেখর সহ অন্যান্য আধিকারিকরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।

গিল্ডের সভাপতি বলেন, ‘বইমেলায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই মেলা শেষ হওয়ার আগে মেট্রো যাতে বন্ধ করা না হয়, সে জন্য আমি চিঠি দিচ্ছি। আমরা পুলিশকে চিঠি দেব। পুলিশ সেই চিঠি পাঠাবে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। আশা করছি, কর্তৃপক্ষ সেই দাবি রাখবেন’।

অন্যদিকে, এবার মেলা প্রাঙ্গণে থাকছে না কোনও মুক্ত মঞ্চ। বাংলাদেশ প্যাভেলিয়নের জায়গায় তৈরি করা হয়েছে একটি হল। এছাড়া জানা গিয়েছে, এবছর মেলা প্রাঙ্গণে থাকছে না কোনও এসি প্যাভেলিয়ন। ফলে খোলা প্রাঙ্গণেই থাকবে ইংরেজি প্রকাশনা সংস্থা।

আগামী ২৮ জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় ফোকাল থিম দেশ জার্মানি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in