
গতবারের মতো এবারেও পুজোতে ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। প্রত্যেক পুজো কমিটিকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। পাশাপাশি বিদ্যুৎ ব্যয়েও ৫০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোকে নিয়ে হওয়া একটি বৈঠকে একথা জানিয়েছেন তিনি।
গত বছরের মতো এবছরও কলকাতা পুরসভা বা অন্য কোনো পুরসভা বা পঞ্চায়েত তাদের পরিষেবার জন্য পুজো কমিটির কাছ থেকে কোনো টাকা নেবে না বলে জানিয়েছেন মুখ্যসচিব।
এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিকে দেওয়া অনুদান প্রসঙ্গে তিনি একটি সমীক্ষার কথা উল্লেখ করে বলেন, পুজোকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৩২ হাজার কোটি টাকার ব্যবসা হয়। সরকারও জিএসটি বাবদ আয় করে এখান থেকে।
প্রসঙ্গত, রাজ্যে প্রায় ৩৬ হাজার এবং কলকাতায় আড়াই হাজার ক্লাবে দূর্গা পুজা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন