বিস্ফোরণে কেঁপে উঠলো ডানলপের বহুতল, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
বিস্ফোরণে কেঁপে উঠলো ডানলপের একটি বহুতল। ইতিমধ্যেই ওই বহুতলটিতে আগুন ছড়িয়ে পড়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টার কিছু সময় পরে এই ঘটনাটি ঘটে। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ডানলপ মোড় সংলগ্ন এলাকা। তারপরই একটি বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তৎক্ষণাৎ দমকল ও বরানগর থানায় খবর দেওয়া হয়। এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বিশাল পুলিশ বাহিনীও পৌঁছেছে। বহুতলটিতে বেশ কয়েকটি পরিবার থাকেন। এঁরা এই মুহূর্তে ছাদে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বহুতলটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও রেস্তোরাঁ রয়েছে বলেও জানা গেছে স্থানীয়দের মারফত। এছাড়াও নীচের তলায় কয়েকটি ছোট খাবারের দোকান এবং অন্যান্য দোকান রয়েছে। এই সবগুলোই এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে। বহুতলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বহুতলটি থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে।
বাপি সাহা নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, যে বাড়িতে সিলিন্ডারটি ফেটেছে সেখানে সকালে পুজা করা হচ্ছিল। পুজোর প্রদীপ থেকে ঘরে আগুন লাগে। সেখান থেকেই সিলিন্ডারে আগুন লাগে যার ফলে বিস্ফোরণটি হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

