
সম্পর্কে জট থাকলেও সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলো দীর্ঘদিনের বাম শরিক ফরওয়ার্ড ব্লক। অধীর, আব্বাসে আপত্তি তুললেও ফ্রন্ট ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। শনিবার বিকেলে দলের রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে তিনি নিজেই সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন। আগামী মঙ্গলবার বামফ্রন্টের সভায় যোগ দেবে ফরওয়ার্ড ব্লক বলেও এদিন তিনি জানিয়েছেন।
তবে ফরওয়ার্ড ব্লক যে আইএসএফ এবং কংগ্রেসকে নিয়ে তৈরি মোর্চার বিরোধী তাও এদিনের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন নরেন চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বামফ্রন্টে থেকেই লড়াই হবে। কিন্তু বামফ্রন্ট যে দুদিকে দুটো ক্রাচ নিয়ে চলছে, (অর্থাৎ কংগ্রেস ও আইএসএফ) তাতে আমাদের আপত্তি আছে। বাংলার মানুষ বামেদের এই দুই ক্রাচকে মেনে নিচ্ছেন না। মানুষের রায়েই স্পষ্ট হয়ে গেছে, নির্বাচন থেকে গণসংগ্রাম সব জায়গাতেই তাঁরা বামফ্রন্টকে দেখতে চান। বামফ্রন্টই আসল জোট, বাকি সব নকল।'
নরেনবাবুর দাবি, এবিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও তার কথা হয়েছে। ফ্রন্ট চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন, নির্বাচন থেকে গণসংগ্রাম সব ক্ষেত্রে বামফ্রন্টই মুখ্য ভূমিকা নেবে।
সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকেই সিপিআই(এম) এবং ফরওয়ার্ড ব্লকের সম্পর্কে অবনতি হয়। যে বিষয়ে দফায় দফায় বৈঠকে বসে দুই পক্ষ। বিগত নির্বাচনে সিপিআই(এম)-এর নেওয়া বেশ কিছু পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করা হয় ফরওয়ার্ড ব্লকের তরফে। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় বামফ্রন্ট ছাড়তে চলেছে ফরওয়ার্ড ব্লক। যদিও এদিনের সাংবাদিক সম্মেলনে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করে দিলেন দলের রাজ্য নেতৃত্ব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন