রাজ্যে প্রথম সিএনজি ও ডিজেল জ্বালানি চালিত বাস পরিষেবা উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম

উদ্বোধনের সময় পরিবহনমন্ত্রী নিজেই এই বাস চালান প্রথমে। কসবা পরিবহন ডিপো থেকে বাস নিয়ে নিজেই চালিয়ে কিছুটা এগিয়ে যান তিনি। মন্ত্রীকে বাস চালাতে দেখে খুশি হয়েছেন পরিবহণ দফতরের কর্মীরা।
সিএনজি ও ডিজেল চালিত বাস পরিষেবা উদ্বোধনে ফিরহাদ হাকিম
সিএনজি ও ডিজেল চালিত বাস পরিষেবা উদ্বোধনে ফিরহাদ হাকিমনিজস্ব চিত্র

এই প্রথম সিএনজি ও ডিজেল - দুই জ্বালানি চালিত বাসের পরিষেবা পেতে চলেছে রাজ‍্যবাসী। বুধবার কলকাতায় এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা থেকে আসানসোল রুটে চালানো হবে এই পরিবেশবান্ধব বাস।

উদ্বোধনের সময় পরিবহনমন্ত্রী নিজেই এই বাস চালান প্রথমে। কসবা পরিবহন ডিপো থেকে বাস নিয়ে নিজেই চালিয়ে কিছুটা এগিয়ে যান তিনি। মন্ত্রীকে বাস চালাতে দেখে খুশি হয়েছেন পরিবহণ দফতরের কর্মীরা।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বিকল্প উপায় হিসেবে এই সিএনজি চালিত বাস পরিষেবা শুরু করা হচ্ছে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে এই বাস চালানো হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

তিনি বলেন, দেশে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে। তবে কিভাবে মানুষের সুরাহা করা যায় তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে শুধু সিএনজি-তে যদি সমস্যা হয়, সে কথা মাথায় রেখে সিএনজি ও ডিজেল চালিত বাস পরিষেবা চালু করা হলো। আপাতত পরীক্ষামূলক ভাবে বাস চালানো হবে।

আগামী দিনে আরো এইধরনের বাস চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বাস চলার সময় কোনো ভাবেই যাত্রীদের যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় যা সেটাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in