

আর জি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তাঁর দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সরে আসার কথা জানানো হয়। এবার থেকে নির্যাতিতার পরিবারের পক্ষে আদালতে সওয়াল করবেন আইনজীবী করুণা নন্দী।
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী ছাত্রীর ধর্ষণ ও খুন মামলা আদালতে ওঠার পর থেকে নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপর সেপ্টেম্বর মাসে বিকাশরঞ্জনকে সরিয়ে সিনিয়র আইনজীবী বৃন্দা গ্রোভারকে দায়িত্ব দেন নির্যাতিতার পরিবার। পরিবারের অভিযোগ ছিল, নানা কাজে ব্যস্ত থাকতেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাই তাঁকে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
তারপর থেকে সুপ্রিম কোর্টে এবং শিয়ালদা আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করতেন বৃন্দা গ্রোভার এবং তাঁর দলের আইনজীবীরা। মঙ্গলবারও সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছেন বৃন্দা গ্রোভারের দফতরের আইনজীবী।
কিন্তু বুধবার বৃন্দা গ্রোভারের দফতরের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আর জি কর মামলা থেকে সরে যাচ্ছে তাঁরা। হঠাৎ কেন মামলা থেকে সরে দাঁড়ালেন? সে বিষয়ে দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে’।
যদিও সূত্রের খবর, আইনজীবী বৃন্দা গ্রোভারের সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মত বিরোধ ছিল। কিছু কিছু বিষয়ে হস্তক্ষেপজনিত সমস্যাও হয়। পরিবার সূত্রে খবর, তাঁদের কথা আদালতে তুলে ধরা হচ্ছিল না।
বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে যাওয়ার পর নির্যাতিতার পরিবার মামলার দায়িত্ব দিয়েছে আইনজীবী করুণা নন্দীকে। এবার থেকে সুপ্রিম কোর্ট এবং শিয়ালদা আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং তাঁর দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন