
* দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হল ডক্টর সুবর্ণ গোস্বামীকে।
* ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন, "অভয়া আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য প্রতিহিংসা চরিতার্থ করেছে।"
* এই বদলির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল ৪টেয় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
বদলি করে দেওয়া হল আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ডক্টর সুবর্ণ গোস্বামীকে। এতদিন বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH-2 পদে কর্মরত ছিলেন তিনি। এবার তাঁকে দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হল। আর জি কর ইস্যুতে একাধিকবার প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে মুখ খোলার কি প্রতিদান দিতে হলো ডক্টর গোস্বামীকে? উঠছে প্রশ্ন।
গত বছর আগস্ট মাসে আর জি কর হাসপাতলে কর্মরত এক তরুণী চিকিৎসককে হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয়। এরপর এই ঘটনার বিচার চেয়ে এবং সরকারের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলে বহুবার পথে নেমেছেন চিকিৎসক গোস্বামী। বিভিন্ন সময় প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের উচ্চ আধিকারিকদের সমালোচনা করেন তিনি। এরপরই বুধবার রাতে স্বাস্থ্যভবনের তরফ থেকে বদলির নোটিস দেওয়া হয়েছে তাঁকে।
এই বদলির বিরুদ্ধে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বৃহস্পতিবার বিকেল ৪টেয় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
চিকিৎসক গোস্বামীর মতে, প্রতিহিংসাবশত তাঁকে বদলি করা হচ্ছে। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "শাসকদলের ঘনিষ্ঠরা যেখানে ২০-২৫ বছর ধরে একই জায়গায় চাকরি করছেন। সেখানে দার্জিলিংয়ে একটি গুরুত্বহীন পদে, যেখানে কোনও কাজ নেই, যেখানে কোনও রোগী নেই, নীচু পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে আমাকে। অভয়া আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য প্রতিহিংসা চরিতার্থ করেছে।"
তিনি বলেন, "এর আগে মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়, মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করানো হয়। এবার বদলির খাঁড়া নামল। এটা নতুন কিছু নয়। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমাদের শিরদাঁড়া বিক্রি হবে না। লড়াই জারি থাকবে। এটা ব্যক্তি সুবর্ণ গোস্বামীর উপর নয়, সমগ্র চিকিৎসক সমাজ এবং প্রতিবাদী নাগরিকদের উপর আক্রমণ।"
আর জি কর আন্দোলন ছাড়াও একাধিকবার বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে ডক্টর গোস্বামীকে। বারবার বদলির খাঁড়াও নেমে এসেছে তাঁর উপর। বর্তমান তৃণমূল সরকারের আমলে এর আগে সাতবার বদলি করা হয়েছে তাঁকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন