CPIM: সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে কড়া CPIM - দরজা থেকেই ফিরলো অখিল ভারতীয় হিন্দু মহাসভা

People's Reporter: মহাসভার সদস্যরা সিপিআইএম রাজ্য দপ্তরে প্রবেশের আগেই গেটে ‘সবাই স্বাগত, শুধুমাত্র সাম্প্রদায়িক, জাতিবাদি এবং ধর্মান্ধরা ছাড়া’ পোষ্টার ঝুলিয়ে দিয়ে তাঁদের প্রত্যাখ্যান করা হয়।
সিপিআইএম দলীয় অফিসে পোষ্টার
সিপিআইএম দলীয় অফিসে পোষ্টারগ্রাফিক্স আকাশ

আলিমুদ্দিন স্ট্রীটে সিপিআইএম রাজ্য দপ্তরের গেটেই আটকে গেল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। মহাসভার সদস্যরা সিপিআইএম রাজ্য দপ্তরে প্রবেশের আগেই গেটে ‘সবাই স্বাগত, শুধুমাত্র সাম্প্রদায়িক, জাতিবাদি এবং ধর্মান্ধরা ছাড়া’ পোষ্টার ঝুলিয়ে দিয়ে তাঁদের প্রত্যাখ্যান করা হয়। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতির আঙিনায়।

দু’দিন আগের ঘোষিত কর্মসূচী অনুসারে এদিন বিকেলে এই হিন্দুত্ববাদী সংগঠন আলিমুদ্দিন স্ট্রীটে সিপিআইএম রাজ্য দপ্তরে পৌঁছে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোর কর্মসূচীর অঙ্গ হিসেবেই অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা এদিন আলিমুদ্দিন স্ট্রীটে আসেন।

যদিও তাঁদের আসার আগেই সিপিআইএম রাজ্য দপ্তরের গেটে এক পোষ্টার ঝুলিয়ে দেওয়া হয়। ওই পোষ্টারে ইংরেজিতে লেখা ছিল, "এখানে সবাই স্বাগত। কেবল সাম্প্রদায়িক, জাতিবাদি এবং ধর্মান্ধরা নন।"

অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে বিষয়টিকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দেওয়া হয়েছে। পার্টি অফিসের কর্মীরা মহাসভার প্রতিনিধিদলকে জানিয়ে দেন যে কোনও শুভেচ্ছা গ্রহণ করা হবে না।

যদিও এই প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে জানান, আমরা সংবাদমাধ্যম সূত্রে জেনেছিলাম আজ ওঁরা আসবেন। তাই আগেই অফিসের গেটে পোষ্টার লাগিয়ে দিয়েছিলাম যে এখানে সাম্প্রদায়িক, জাতিবাদি এবং ধর্মান্ধরা ছাড়া বাকি সকলেই স্বাগত।

সিপিআইএম দলীয় অফিসে পোষ্টার
'বাংলার মানুষকে বাটি হাতে দাঁড় করিয়ে দিল' - টাটা প্রসঙ্গে মমতাকে তীব্র আক্রমণে সেলিম, বিকাশ
সিপিআইএম দলীয় অফিসে পোষ্টার
Ration Scam: বাকিবুরের ৩ সংস্থার টাকা যেত জ্যোতিপ্রিয়র কাছে! একের পর এক নয়া তথ্য ইডির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in